Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে বোদা উপজেলায় সমবায় বিভাগের কার্যক্রমের সার সংক্ষেপ

 

১। কৃষি বা কৃষকঃ- বোদা উপজেলায় কৃষি বা কৃষক সমবায় সমিতির সংখ্যা  ২৬ টি। 

২। মৎস্যজীবি বা মৎস্য চাষীঃ বোদা উপজেলায় মৎস্যজীবি বা মৎস্য চাষী সমবায় সমিতির সংখ্যা ১৪ টি।

৩। শ্রমজীবিঃ বোদা উপজেলায় শ্রমজীবি সমবায় সমিতির সংখ্যা ০০টি।

৪। ভূমিহীনঃ বোদা উপজেলায় ভূমিহীন সমবায় সমিতির সংখ্যা ১৪ টি।

৫। মহিলাঃ বোদা উপজেলায় মহিলা সমবায় সমিতির সংখ্যা ০২ টি।

৬। হকার্সঃ বোদা উপজেলায় হকার্স সমবায় সমিতির সংখ্যা ০০ টি।

৭। চালকঃ বোদা উপজেলায় চালক সমবায় সমিতির সংখ্যা ০০ টি।

৮। পরিবহন মালিক বা শ্রমিকঃ বোদা উপজেলায় পরিবহন মালিক বা শ্রমিক সমবায় সমিতির সংখ্যা ০১ টি।

৯। কর্মচারীঃ বোদা উপজেলায় কর্মচারী সমবায় সমিতির সংখ্যা ০০ টি।

১০। দুগ্ধঃ বোদা উপজেলায় দুগ্ধ সমবায় সমিতির সংখ্যা  ০০টি।

১১। মুক্তিযোদ্ধাঃ বোদা উপজেলায় মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সংখ্যা ০০ টি।

১২। যুবঃ বোদা উপজেলায় যুব সমবায় সমিতির সংখ্যা ০০টি।

১৩। পানি ব্যবস্থাপনাঃ বোদা উপজেলায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সংখ্যা ০৩ টি।

১৪। সার্বিক গ্রাম উন্নয়নঃ বোদা উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সংখ্যা 7০ টি।

১৫। দোকান মালিক বা ব্যবসায়ীঃ বোদা উপজেলায় দোকান মালিক বা ব্যবসায়ী সমবায় সমিতির সংখ্যা ০৯ টি।

১৬। ভোগ্যপণ্যঃ বোদা উপজেলায় ভোগ্যপণ্য সমবায় সমিতির সংখ্যা ০০ টি।

১৭। সঞ্চয় ও ঋণদানঃ বোদা উপজেলায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সংখ্যা ০৬ টি।

১৮। বহুমুখীঃ বোদা উপজেলায় বহুমুখী সমবায় সমিতির সংখ্যা ০০ টি।

১৯। অন্যান্যঃ বোদা উপজেলায় অন্যান্য সমবায় সমিতির সংখ্যা ০৬ টি।

২০।  কালবঃ বোদা উপজেলায় কালব ভূক্ত সমবায় সমিতির সংখ্যা ০৩ টি।

২১। কেন্দ্রীয়ঃ বোদা উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যা ০২ টি।

 

 

নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যাঃ

 

সমবায় বিভাগীয়

বিআরডিবি

সর্বমোট

কেন্দ্রীয়

প্রাথমিক

কেন্দ্রীয়

প্রাথমিক

কেন্দ্রীয়

প্রাথমিক

০০

১৫৫

০২

৯৮

০২

২৫৩

 

এই সমিতিগুলোতে মোট ১১২৩৫ জন নারী ও পুরষ সমবায়ী সদস্য রহিয়াছে।

 

সমবায় সমিতির মূলধনঃ

 

শেয়ার মূলধন- ১,৩৩,৯৭,০০০ (এক কোটি তেত্রিশ লক্ষ সাতানববই হাজার) টাকা, সঞ্চয় আমানত- ২,৯০,৪৯,০০০ (দুই কোটি নববই লক্ষ উপঞ্চাশ  হাজার) মোট ৪,২৪,৪৬,০০০ (চার কোটি চবিবশ লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা, যা সমবায় সমিতির মাধ্যমে বিভিন্ন লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হইয়াছে। 

 

বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এর ঋণ সহায়তাঃ

 

বোদা উপজেলায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ (বিএসবিএল) হইতে বর্তমানে ৪২০০০০.০০/- (চার লক্ষ বিশ হাজার ) টাকা সমবায় সমিতির মাধ্যমে সমবায়ীদের মাঝে প্রদান করা হইয়াছে।

 

আশ্রয়ন প্রকল্পঃ

 

বোদা উপজেলায় সমবায় বিভাগের আওতায় আশ্রয়ন প্রকল্পের সংখ্যা ১১ টি। এর মধ্যে ০১ টিতে ঋণ কার্যক্রম পরিচালনা করা হইতেছে। এসব প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (আবাস) হইতে ছাড়কৃত ২০০০০০.০০ টাকা ২০ জন সুবিধাভোগীকে ঋণ প্রদান করা হইয়াছে, যাহা ঘুর্ণায়মান তহবিল হিসাবে বর্তমানে ৪৮০০০০.০০ (চার লক্ষআশি হাজার) টাকায় উপনীত হইয়াছে। ঋণ আদায়ের হার সমেত্মাষজনক।

 

 

উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পঃ

দেশে মাংস ও দুগ্ধের চাহিদা পুলণের জন্য বোদা উপজেলায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প বিদ্যমান। যার মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ২১৩ জন সুবিধাভোগীকে গাভী ঋন বাবদ-২,৪০,০০,০০০/-  (দুই কোটি চলিস্নশ লক্ষ) টাকা এবং গাভীর খাদ্য ক্রয় বাবদ ৪০,০০,০০০/- (চলিস্নশ লক্ষ) টাকা প্রদান করা হয়েছে। যার সুদের হার বার্ষিক প্রথম বার শতকরা ২% পরে ৪% প্রথম ১ (এক) বৎসরে কোনো ঋন আদায় করা হয় না পরবর্তী ০২ (দুই) বৎসরে সাপ্তাহিক কিসিত্মতে আদায় করা হয়। এ প্রকল্পে একজন ফ্যাসিলেটটর আছে যে ঋন আদায় করে থাকে এবং একজন গাভীর ডাক্তার আছে যে সুবিধাভোগীদের গাবীর যাবতীয় চিকিৎসা দিয়ে থাকে। সূর্যমুখী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ঋন আদায়ের হার ৯০%। চন্দ্রমুখী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ঋন আদায়ের হার ৭৭%।

 

সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি প্রকল্প)ঃ

 

বোদা উপজেলায়  ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী’ (সিভিডিপি প্রকল্প)  চলমান। এই প্রকল্পের মাধ্যমে ৭০(সত্তর) টি সমবায় সমিতি নিবন্ধিত হয়েছে । সি,বি,ডি,বি, প্রকল্পের আওতায় ২মাস ব্যাপী টেইলারিং, সুইং মেশিন অপারেশন, বস্নক বাটি, এ্যান্ড হ্যান্ডিক্রাপস ১২০ জন মহিলাকে এবং ইলেক্ট্রনিক, টাইলস এ্যান্ড পাইপ ফিটিং, মটর মেকারনিক রিফ্রেজার এ্যান্ড টেকনিশিয়ান এর ১২০ জন পুরম্নষকে ০২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যারা ইতোমধ্যে উলেস্নখিত পেশায় কাজ করে আত্ননির্ভরশীল হয়েছে। 

 

অডিট ফি (সরকারী রাজস্ব)ঃ

 

২০২১-২০২২ অর্থবছরে বোদা উপজেলায় সমবায় বিভাগীয় সমিতিগুলি ২৮৫৬০০.০০ টাকা লাভ অর্জন করে মোট ২৮৫০৮.০০ (আটাশ  হাজার পাচঁশত আট) টাকা সরকারী রাজস্ব হিসেবে অডিট ফি খাতে সরকারী কোষাগারে জমা হয়েছে ।

 

প্রশিক্ষণঃ

 

বোদা উপজেলায় চলতি অর্থবছরে এ পর্যন্ত ১০ জন সমবায়ীকে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, রংপুর এ ও ০২ জনকে বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিলস্না এর মাধ্যমে আয়বর্ধনমূলক বিভিন্ন প্রশিক্ষণ ও সমিতির কার্যক্রম পরিচালনা সংক্রামত্ম প্রশিক্ষণ  প্রদান করা হইয়াছে। বোদা উপজেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইনস্টিটিউট দ্বারা গত বছরে ১০০(একশত) জন সমবায়ীকে মাঠপর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চলতি বছরে ৫০( পঞ্চাশ) জন সমবায়ীকে সুষ্ঠু সমবায় ব্যবস্থাপনাসহ নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। এর বাইরেও সমিতিসমূহকে নিবন্ধনপূর্ব প্রাক-প্রশিক্ষণ প্রদানসহ সমিতিসমূহের চাহিদার প্রেক্ষিতে  এবং চাহিদার বাইরেও নানাভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

এছাড়াও, বোদা উপজেলায় সমবায় সমিতিগুলো নানাবিধ সামাজিক, দেশ ও জাতি গঠনমূলক কাজে অংশ নেন। যেমন- শীতবস্ত্র বিতরন, মেডিক্যাল ক্যাম্প স্থাপন, ধর্মীয় অনুষ্ঠানাদিতে গরীব ও দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন, বাল্যবিবাহ রোধ, যৌতুক বিরোধী কর্মসূচী, বয়স্ক মানুষের প্রতি দায়িত্ব পালন, মাদক বিরোধী কার্যক্রম, ইভটিজিং রোধ, শিক্ষা ও চিকিৎসা বিষয়ক প্রেরণা ইত্যাদি।